Header Ads

নিজ বিশ্ববিদ্যালয়ে দোকানিদের পাশে মুশফিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬০ দোকানির পাশে দাঁড়ালেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন মুশফিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বল্প আয়ের দোকানিদের খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র মুশফিকুর রহিম। আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মুশফিকের দেওয়া উপহার পৌঁছে দেওয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বেচ্ছাসেবী দল মুশফিকের সাহায্য পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করে। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এটিএম আতিকুর রহমানের কাছ থেকে সেখানকার মানুষের অসহায়ত্বের কথা শুনে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন মুশফিক। আজ ক্যাম্পাসের ১৬০ জন দোকানিকে ১৫ কেজি চালের সঙ্গে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু, সাবান উপহার দেওয়া হয়।

উপহার পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেন আতিকুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী দলের যুগ্ম সমন্বয়কারী দেবব্রত পাল। মুশফিককে নিয়ে শিক্ষক আতিকুর এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রান্তিলগ্নে তাঁর ছাত্রের মানবতা ও বিশ্ববিদ্যালয়ে প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.