Header Ads

ফ্লয়েড স্মরণে নিজের কবিতা আবৃত্তি করলেন আসাদুজ্জামান নূর

অভিনেতা ও আবৃত্তিকার হিসেবেই আসাদুজ্জামান নূরের পরিচিতি ও জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার প্রতিবাদে কলম তুলে নিয়েছেন তিনি। পরে নিজেই সেটি আবৃত্তি করেছেন।

‘আমাকে নিশ্বাস নিতে দাও/ আমার কালো চামড়ার নিচে লাল রক্ত/ তাজা গোলাপের মতো ফুসফুস/ একটি একটি করে পাপড়ি ঝরে যাচ্ছে/ আমাকে নিশ্বাস নিতে দাও...।’ এই হলো আসাদুজ্জামান নূরের লেখা ‘কালো মানুষটাকে নিশ্বাস নিতে দাও’ কবিতার কয়েকটি পঙ্‌ক্তি। যদিও একে তিনি কবিতা বলতে নারাজ; তিনি মনে করেন, কবিতা লেখা কঠিন কাজ।
আসাদুজ্জামান নূর।  ছবি: প্রথম আলো

করোনার লকডাউন উপেক্ষা করে রাজপথে নেমে আসে মানুষের জোয়ার, যার ঢেউ এসে লাগে বাংলাদেশেও। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর লিখে ফেলেন কবিতা। এর আগে তিনি মিনার বসুনীয়ার লেখা ‘ঈশ্বর হোক সবার’ কবিতাটি আবৃত্তি করেছেন এপ্রিল মাসে।

জর্জ ফ্লয়েডকে নিয়ে কবির বকুলের লেখা গানে কণ্ঠ দেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। একটি গান বেঁধেছেন ফারজানা ওয়াহিদ সায়ানও।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.