ফ্লয়েড স্মরণে নিজের কবিতা আবৃত্তি করলেন আসাদুজ্জামান নূর
অভিনেতা ও আবৃত্তিকার হিসেবেই আসাদুজ্জামান নূরের পরিচিতি ও জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার প্রতিবাদে কলম তুলে নিয়েছেন তিনি। পরে নিজেই সেটি আবৃত্তি করেছেন।
‘আমাকে নিশ্বাস নিতে দাও/ আমার কালো চামড়ার নিচে লাল রক্ত/ তাজা গোলাপের মতো ফুসফুস/ একটি একটি করে পাপড়ি ঝরে যাচ্ছে/ আমাকে নিশ্বাস নিতে দাও...।’ এই হলো আসাদুজ্জামান নূরের লেখা ‘কালো মানুষটাকে নিশ্বাস নিতে দাও’ কবিতার কয়েকটি পঙ্ক্তি। যদিও একে তিনি কবিতা বলতে নারাজ; তিনি মনে করেন, কবিতা লেখা কঠিন কাজ।
‘আমাকে নিশ্বাস নিতে দাও/ আমার কালো চামড়ার নিচে লাল রক্ত/ তাজা গোলাপের মতো ফুসফুস/ একটি একটি করে পাপড়ি ঝরে যাচ্ছে/ আমাকে নিশ্বাস নিতে দাও...।’ এই হলো আসাদুজ্জামান নূরের লেখা ‘কালো মানুষটাকে নিশ্বাস নিতে দাও’ কবিতার কয়েকটি পঙ্ক্তি। যদিও একে তিনি কবিতা বলতে নারাজ; তিনি মনে করেন, কবিতা লেখা কঠিন কাজ।
No comments